এবার নতুন কোচ পেল জাতীয় দল

ভারতে বিশ্বকাপে টানা হারে ক্ষত-বিক্ষত বাংলাদেশ দল বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবির পর দলের কোচিং প্যানেলের বেশ কয়েকটি পদ শূন্য হয়। ধীরে ধীরে সেসব পদে কোচ নিয়োগ দিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই ধারাবাহিকতায় এবার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে নাথান কিয়েলিকে নিয়োগ দিয়েছে বিসিবি।
নতুন এই কোচ ২ বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। সবকিছু ঠিক থাকলে এই অজি আগামী ১৫ এপ্রিল দলের সাথে যোগ দেবেন। আজ এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি।
কিয়েলি এর আগে পেশাদার ক্রিকেট ও রাগবিতে কাজ করেছেন। তাছাড়া চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া এনএসডব্লিউ ব্লুজ, এনএসডব্লিউ পাথওয়েস ও প্রমীলা বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের সাথে কাজ করেছেন কিয়েলি।
এর আগে চলতি বছর জাতীয় ক্রিকেট দলেন নতুন ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্প ও পেস বোলিং কোচ হিসেবে অ্যান্ড্রি অ্যাডামসকে নিয়োগ দেয়া হয়েছে। তাদের দুজনের সঙ্গেও আগামী দুই বছরের জন্য চুক্তি করা হয়েছে।
ঢাকাটাইমস/১১মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন