প্রকাশিত খবরকে ‘উল্টাপাল্টা’ দাবি করে অমিত হাসানের দুঃখ প্রকাশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৪, ০৯:২৬
অ- অ+

নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়কদের একজন অমিত হাসান। কয়েক বছর ধরে যাকে খলচরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। ঢালিউডের এই অভিনেতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে কিছু কথা বলেন, যা ছাপা হয় বিভিন্ন পত্রিকায়।

সেসব পত্রিকার প্রতিবেদন অনুযায়ী অমিত হাসান নাকি সাক্ষাৎকারে বলেন, ‘ইদানীং জয়কে নিয়ে সিনেমা করছে অপু বিশ্বাস। তাদের জুটি কি দর্শক গ্রহণ করেছে? আমার দৃষ্টিতে পর্দায় দর্শক তাদের পছন্দ করছেন না। কারণ, তাদের সিনেমা দেখে মনে হয়েছে, জয় হলো অপুর ছোট ভাই।’

এই খবরের জন্য দুঃখপ্রকাশ একইসঙ্গে প্রতিবাদ করেছেন অমিত হাসান। প্রতিবেদন এবং সেসবের শিরোনামকে ‘উল্টাপাল্টা’ আখ্যা দিয়ে অভিনেতার দাবি, তিনি কথাগুলো ওভাবে বলেননি, যেভাবে বিভিন্ন পত্রিকায় শিরোনাম করা হয়েছে। এসব খবর সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে বলে ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন।

পোস্টে যা লিখেছেন অমিত হাসান।

‘দুঃখ প্রকাশ: গত কয়েকদিন আগে প্রথম আলোর এক সাংবাদিক আমাকে টেলিফোন করে। তার সঙ্গে চলচ্চিত্র বিষয়ক সমসাময়িক কিছু কথা নিয়ে আলোচনা হয়।। সাংবাদিকের প্রশ্নের জবাবে কথায় কথায় অনেক কথাই বলা হয়, যা পত্রিকাতে হয়তো নিউজ হয়েছে।’

‘কিন্তু অতিব দুঃখের সঙ্গে দেখলাম, এই নিউজকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক অনলাইন পত্রিকা বিভিন্নভাবে ওই নিউজ থেকে কেটে কেটে তাদের মনগড়া হেডিং দিয়ে নিউজ করছে। এতে একজন শিল্পীর সাথে আরেকজন শিল্পীর সম্পর্ক নষ্ট ছাড়া আর কিছুই হয় না।’

‘যেভাবে নিউজে প্রকাশ হচ্ছে কথাগুলো, সেই ভাবে বলা হয়নি।। এগুলো দেখে মনে হচ্ছে, দুই একজনকে ইচ্ছাকৃতভাবেই তাদের উদ্দেশ্যই শুধু বলা হয়েছে, আসলে তা নয়।। কথার পরিপ্রেক্ষিতে অনেক কথাই আসতে পারে।’

‘যাদের কথাগুলো বলা হচ্ছে তারা আমার ছোট ভাই-বোন। চলচ্চিত্রে তারা আমার পরে এসেছে। তাদের সাথে সম্পর্ক আমার অনেক ভালো। আশা করি এ ধরনের উল্টাপাল্টা নিউজের হেডিং দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

১৯৮৬ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় নির্বাচিত হন অমিত হাসান। এর চার বছরের মাথায় ১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ সিনেমাটিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তবে একক নায়ক হিসেবে অমিত হাসানের অভিষেক ঘটে মনোয়ার খোকন পরিচালিত ‘জ্যোতি’ সিনেমাটির মাধ্যমে।

এরপর অমিত হাসান শেষ ঠিকানা, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিদ্রোহী প্রেমিক, জিদ্দী, ভালোবাসার ঘরসহ অসংখ্য সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে গত কয়েক বছর ধরে তাকে আর নায়কের ভূমিকায় দেখা যায় না। তিনি এখন ভিলেন।

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ সিনেমায় প্রথম খলচরিত্রে অভিনয় করেন অমিত হাসান। তারপর থেকে এই ধরনের চরিত্রেই তিনি অভিনয় করছেন বেশি। বর্তমানে সিনেমার কাজের পাশাপাশি চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন অমিত হাসান।

এবার চিত্রনায়িকা নিপুণের প্যানেল থেকে নির্বাচন করবেন এই অভিনেতা। তবে কোন পদে দাঁড়াবেন তা প্রকাশ করেননি। এর আগে ২০১৫-১৭ মেয়াদে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন অমিত হাসান। এবার তিনি কোন দায়িত্বে বসতে চলেছেন, তা জানতে সময়ের অপেক্ষা।

(ঢাকাটাইমস/১২মার্চ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা