শ্রীলঙ্কার বিপক্ষে অর্ধশতক তুলে নিলেন সৌম্য সরকার

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান পাননি সৌম্য সরকার। যা নিয়ে প্রচুর সমালোচনা হয়। এরপরেও টিম ম্যানেজমেন্টের আস্থা ছিল তার ওপর। দ্বিতীয় ওয়ানডেতে এসে তার প্রতিদান কিছুটা হলেও ফিরিয়ে দিয়েছেন এই ওপেনিং ব্যাটার। লিটন দাস প্রথম ওভারে ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে গড়েছেন ভালো এক জুটি। এরপর লঙ্কানদের বিপক্ষে আজ তিনি তুলে নিয়েছেন অর্ধশতক।
সিরিজ নিশ্চিতের ম্যাচে আজও বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। প্রথম ম্যাচের মতো আজও ব্যর্থ বাংলাদেশ দলের ওপেনার লিটন দাস। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলন তিনি। দ্বিতীয় ম্যাচেও সেটাই করলেন তিনি। প্রথম ম্যাচের চেয়ে এদিন অবশ্য ২ বল বেশি টিকেছেন লিটন। সেদিন প্রথম বলেই আউট হলেও আজ আউট হয়েছেন তৃতীয় বলে।
তিন বলে শূন্য রান করে দিলশান মাদুশঙ্কার বলে স্কোয়ার লেগে দুনিথ ভেল্লালাগের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে আজও শূন্য রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। এই জুটির কল্যাণে শূন্য রানে প্রথম উইকেট হারানোর পরও প্রথম পাওযার প্লেতে ৬৪ রান তুলে নেয় বাংলাদেশ।
তবে এরপর আর নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। দলীয় ৭৫ রানে শান্তর বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৩৯ বলে ৪০ রান করা শান্ত দিলশান মাদুশঙ্কার বলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান।
শান্তর বিদায়ের পর তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি বাঁধেন সৌম্য। এই জুটির কল্যাণে ১৬ ওভার ২ বলে দলীয় শতক তুলে নেয় বাংলাদেশ।
শুরু থেকেই কিছুটা ধীরগতির ইনিংসই খেলেছেন। দেখেশুনে থিতু হয়ে, তবেই ব্যাট চালিয়েছেন সৌম্য। চল্লিশের পর থেকে কিছুটা সময় নিয়ে অর্ধশতক তুলে নেন এই অলরাউন্ডার। চার মেরে পূর্ণ করেছেন নিজের অর্ধশতক। ৫২ বলে স্পর্শ করেছেন ফিফটি। অর্ধশতকের পথে মেরেছেন ৯টি চার।
এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার। ওয়ানডে ক্যারিয়ারে নিজের দুই হাজার রান পূরণ করেছেন তিনি। ফিফটির মত এবারও মাইলফলকে গিয়েছেন চার মেরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে তার রান ছিল ১৯৪৪। ৫৬ রান করে সেটা নিয়ে গিয়েছেন ২ হাজারের ঘরে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন