প্রথম ওভারেই শরিফুলের আঘাত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয়ের মারকুটে ব্যাটিংয়ে ২৮৬ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে প্রথম ওভারেই উইকেট হারালো শ্রীলঙ্কা। প্রথম ওভারেই শ্রীলঙ্কার শিবিরে আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলঙ্কার হয়ে আজ ওপেনিংয়ে নামেন পাথুম নিশাঙ্কা ও আভিস্কা ফার্নান্দো। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি পেসার শরিফুল ইসলাম।
শরিফুলের বলে ফাস্ট স্লিপে সৌম্য সরকারের হোতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান আভিস্কা ফার্নান্দো। তার বিদায়ে ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে তাওহীদ হৃদয়ের ৯৬, সৌম্য সরকারের ৬৮ ও শান্তর ৪০ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে লঙ্কানদের ২৮৭ রান করতে হবে।
(ঢাকাটাইমস/১৫মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন