চেয়ারম্যানসহ ৩ ইউপি সদস্য বরখাস্ত: সেবা প্রত্যাশীদের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৬ মার্চ ২০২৪, ০৯:৩৫
অ- অ+

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটুসহ ইউপি সদস্য সাময়িক বরখাস্ত হওয়ায় পরিষদের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। অন্যদিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছর মার্চ আপস অযোগ্য একটি হত্যা মামলা ধামাচাপা চেষ্টার অভিযোগে মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটুসহ তিন ইউপি সদস্য সাময়িক বরখাস্ত হন।

পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি- শাখার সিনিয়র সহকারী সচিব কে এম আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এই দিকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ সালের ৬১নম্বর ধারা অনুযায়ী কোনো চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হলে স্বপদে বহাল অথবা শূন্য পদে নির্বাচিত নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চেয়ারম্যান প্যানেল থেকে একজন দায়িত্ব পালন করবেন। কিন্তু ইউপি সদস্যদের মতামতের ভিত্তিতে এই ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান প্যানেল না থাকায় দায়িত্বভার গ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনাকাঙ্ক্ষিত জটিলতা।

তবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন চেয়ারম্যান প্যানেল গঠন করে দায়িত্বভার হস্তান্তর করার জন্য মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমার কাছে ইউনিয়ন পরিষদের সদস্য একটি লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।

ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা জামিল মিয়াসহ স্থানীয় অনেকে জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বহিষ্কার হয়েছেন। এদিকে প্যানেল চেয়ারম্যানও নেই। এখন নাগরিক সনদ জন্ম সনদসহ বিভিন্ন প্রয়োজনে সেবা নিতে আসা মানুষ পড়েছে দুর্ভোগে। দ্রুত সমস্যা সমাধানের লক্ষ্যে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, আমাদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্যানেল নেই। চেয়ারম্যান প্যানেল তৈরি করে কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা ইউএনওর কাছে আবেদন করেছি। দ্রুত সমস্যার সমাধান হলে ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা নাগরিকরা উপকৃত হবে।

ইউপি সদস্যদের দেওয়া আবেদনটি পেয়েছে বলে নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, জনদুর্ভোগ লাঘবে ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা