রাশিয়ায় কনসার্টে হামলা নিয়ে যা বলছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১:০৭ | প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ১১:০০

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ। শুক্রবার রাতে ক্রোকাস সিটি হল কনসার্ট সেন্টারে এ হামলার ঘটনায় মুখ খুলেছে ইউক্রেন। কিয়েভ বলেছে, মস্কোর কনসার্টে হামলার সঙ্গে কোনভাবেই জড়িত ছিল না। খবর আনাদোলু।

শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেছেন, ‘ক্রোকাস সিটি হলের মধ্যে গুলি-বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের অবশ্যই কোন সম্পর্ক নেই। এর কোন কারণই নেই।’

পোডোলিয়াক বলেন, ‘মস্কোর সঙ্গে কিয়েভ দুই বছরেরও বেশি সময় ধরে যুদ্ধে লিপ্ত রয়েছে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সিদ্ধান্ত "শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে" হবে, সন্ত্রাসী হামলা কোনো সমস্যার সমাধান করে না।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন কখনও সন্ত্রাসী পদ্ধতি ব্যবহার করেনি এবং কিয়েভ এই ধরনের ঘটনার সম্ভাবনা সম্পর্কে মস্কোতে বিদেশি দূতাবাস থেকে জনসাধারণের সতর্কতা শুনেছিল।’

এদিকে পৃথক বিবৃতিতে, ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (এইচইউআর) দাবি করেছে, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ স্পেশাল সার্ভিস পরিকল্পিত এবং ইচ্ছাকৃত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। এর উদ্দেশ্য হল এই হামলার দায় ইউক্রেনের উপর চাপিয়ে আরও কঠোর হামলার ন্যায্যতা দেওয়া এবং রাশিয়ানদের সম্পূর্ণ সংগঠিত করা।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকাস সিটি হলে একটি কনসার্টে জড়ো হওয়া মানুষদের ওপর সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় দেড়শো মানুষ।

রুশ গণমাধ্যমগুলো বলছে, হামলায় প্রাথমিকভাবে ৪০ জনের মৃত্যুর তথ্য জানানো হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে। পরে এ সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়ায়। হামলার সময় রাশিয়ার জনপ্রিয় রক ব্যান্ড পিকনিকের ওই কনসার্টে উপস্থিত ছিলেন অন্তত ৬ হাজার ২০০ জন মানুষ। যুদ্ধের পোশাক পরে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। হামলাকারীরা বিস্ফোরকও ব্যবহার করেছে। ফলে মস্কোর পশ্চিমাঞ্চলে অবস্থিত ক্রোকাস সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

হামলার কয়েক ঘণ্টার পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে নৃশংসভাবে মানুষ হত্যায় কুখ্যাতি অর্জন করা জঙ্গিগোষ্ঠী আইএস। টেলিগ্রামে জঙ্গিদের ওয়েবসাইট আমাক এজেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মস্কোতে আইএস যোদ্ধারা হামলা চালিয়ে শতাধিক মানুষকে হতাহত করেছে এবং ঘটনাস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে আসতে সক্ষম হয়েছে।’

তবে রুশ নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছেন, কিয়েভ হামলার সঙ্গে জড়িত থাকলে ইউক্রেনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা উচিত। এরপরই ইউক্রেনের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম ‘রক্তনালি’!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :