মহেশপুর সীমান্তে ডলার-রুপিসহ ভারতীয় পুলিশ সদস্য আটক

মহেশপুর (প্রতিনিধি), ঢাকা টাইমস
| আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৫:২০ | প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ১৫:০৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন। তার নাম পি.ভি. জন সিলভারাজ। এসময় তার কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আটক পি.ভি. জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তার সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তার পরিচয় নিশ্চিত করেছে।

বিজিবি ও মহেশপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মাটিলা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় ৫৮-বিজিবির হাবিলদার কাওছারের নেতৃত্বে সিলভারাজকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকৃতের দেওয়া তথ্যমতে, তার বাড়ি ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুদু থানার আনগুনগর গ্রামে।

সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র ‍অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য।

চেন্নাইয়ে দায়িত্ব পালনকালে সিলভারাজ

৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আটক ব্যক্তি তাদের কাছে জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তার সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য মর্মে পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে।

এ বিষয়ে মহেশপুর থানায় মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল।

তিনি জানান, তামিলনাড়ু পুলিশের আইজিপি নর্থজনের পক্ষ থেকে পি.ভি. জন সিলভারাজকে তাদের একজন সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।

মহেশপুর থানায় আটককৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে তিনি পুলিশের সদস্য বলে স্বীকার করেন। এ রির্পোট লেখা পর্যন্ত তাকে আদালতে পাঠানোর প্রস্ততি চলছিলো।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :