রাজধানীতে মধ্যরাতে ঝড় শিলাবৃষ্টি

রাজধানীতে মধ্যরাতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এসময় ব্যাপক শিলাবৃষ্টি হয়।
শনিবার রাত ২টা থেকে প্রায় আধা ঘণ্টাব্যাপী ঝড় ও ও শিলাবৃষ্টি হয়। এ সময় ঢাকার আশপাশের জেলাতেও বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও বয়ে যায়। কয়েক স্থানে বজ্রপাতের খবরও পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীসহ দেশের অনেক জায়গায় আকাশ ছিল মেঘলা। শনিবার সন্ধ্যা ৬টায় আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, দেশে কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এফএ)

মন্তব্য করুন