বিএসএমএমইউর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৪, ১৪:৫৩| আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫:৪০
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিদায়ী উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের শেষ সিন্ডিকেট মিটিং এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে শনিবার থেকে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সার্বিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন চাপা ক্ষোভ বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসব ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিছিল ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অভিযোগ উঠেছে, ভিসি শারফুদ্দিন আহমেদ তার দায়িত্বের শেষ সময়ে এসে যেকোনো মূল্যে শেষ সিন্ডিকেট মিটিংটি করতে চান এবং মিটিংয়ে এডহকে নিয়োগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী করে যেতে চান।

সরজমিনে দেখা গেছে, রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস, বিভিন্ন প্রবেশ গেটসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।

বিএসএমএমইউয়ের প্রক্টর মো. হাবিবুর রহমান দুলাল ঢাকা টাইমসকে বলেন, ‘পরিস্থিতি শান্ত করতেই পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৮ মার্চ পর্যন্ত এ পুলিশ থাকবে। ভিসির রুমের সামনেও অতিরিক্ত আনসার মোতায়েন করা হয়েছে।’

সাধারণত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং অনুষ্ঠিত হয় প্রশাসনিক ভবনের ডা. মিল্টন হলে। বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবার উপাচার্য শারফুদ্দিন আহমেদ সিন্ডিকেট মিটিং করতে চান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন সেন্টার হলে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/টিআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা