সালথায় ইউপি সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথায় আঁখি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের কানইর গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আঁখি আক্তার গট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. পারভেস মোল্যার দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবার জানান, ইউপি সদস্য পারভেস মোল্যার প্রথম স্ত্রী ছিল। তার একটি ছেলে সন্তানও রয়েছে। পারিবারিক কলহের জেরে কয়েক বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর গত বছর পাশের সোনাপুর ইউনিয়নের বড় বাঙরাইল গ্রামে সাহিদ মোল্যার মেয়ে আঁখি আক্তারকে বিয়ে করেন পারভেস।
কিন্তু বিয়ের পর থেকে মাঝে মাঝেই প্রথম স্ত্রী নিয়ে আঁখির সঙ্গে পারভেসের রাগারাগি হতো। ধারণা করা হচ্ছে, প্রথম স্ত্রীর কথা ভেবে মানসিক চাপ থেকে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে আঁখি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ ফায়েজুর রহমান বলেন, খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২৫মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন