তিন যুগ্মসচিব নতুন দায়িত্বে

যুগ্মসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তাতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশ হাইকমিশন দায়িত্ব পালন শেষে সদ্য যোগদানকৃত কমার্শিয়াল কাউন্সিলর (যুগ্মসচিব) ড. এ কে এম আতিকুল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক শারমিন জাহানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আল মামুনকে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/ইএস

মন্তব্য করুন