মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৫:২৫

চুরি হওয়া মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করা চক্রের মূল হোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা।

বুধবার রাতে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া বাজারে একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সময় তাদের কাজ থেকে ৫টি ডিভাইস, ২২টি চোরাই মোবাইল, ১টি ল্যাপটপ, ৫টি হার্ডডিক্স এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার ফরিদ আলীর ছেলে শাহাদত হোসাইন শুভ সুলতান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে ডিভাইস সফটওয়্যারের মাধ্যমে চুরি হওয়া মোবাইলের আইএমই নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল হিসেবে বাজারে বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ সদস্যরা বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হাকিমপুর থানায় সাইবার অপরাধে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :