সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, অপসারণের দাবি কাউন্সিলরদের

​​​​​​​নীলফামারী প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ২০:১৩

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন প্যানেল মেয়রসহ চৌদ্দ কাউন্সিলর।

শনিবার সকালে সৈয়দপুর শহরে প্যানেল মেয়র শাহীন হোসেনের ১নং ওয়ার্ডের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা মেয়রের অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা অদক্ষতার অভিযোগ এনে তার প্রতি অনাস্থা জানান। এসব অভিযোগের ভিত্তিতে মেয়রের অপসারণের দাবি করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান কাউন্সিলররা।

তারা জানান, গত ২৩ মার্চ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবকে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ২০ মার্চ বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক বরাবরেও একই আবেদন করেছেন

বিষয়ে পৌরবাসীকে অবগত করতে সংবাদ সম্মেলন করেছেন আন্দোলনকারী ১৪ জন কাউন্সিলর। এসময় বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান শাহীন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক সাবু প্রমুখ।

উপস্থিত ছিলেন প্যানেল মেয়র- জাহানারা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুবিনা সাকিল, ইয়াসমিন পারভীন মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলতানা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মানিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু এবং ১৩নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জু।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :