ঈদের আগেই বেড়েছে মসলার ঝাঁজ

মেহেদী হাসান, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১২:১৮ | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৪, ২১:০৬

ঈদের বাকি আরও কয়েকদিন। কিন্তু এরইমধ্যে বাজারে মসলার ঝাঁজ বেড়ে গেছে। রমজানের শুরু থেকেই নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। মসলার ঝাঁজও বাড়তে শুরু করে পাল্লা দিয়ে। তবে গেল সপ্তাহে জিরার দাম কমলেও অন্যান্য মসলার দাম লাগামহীন। এদিকে ঈদের আগেই মসলার দাম বাড়ায় বিপাকে পড়েছে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষজন। প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে রান্নার নানান মসলা। ঈদের মাংসে অপরিহার্য অতি পরিচিত এক মসলা এলাচের দাম বেড়েই চলছে, হয়েছে দ্বিগুণেরও বেশি। অন্যান্য মসলার দামও নাগালের বাইরে।

শুক্রবার সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মসলার পাইকারি দোকানদার আফজাল হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘তিন মাস আগে যে এলাচের কেজি ছিল দেড় হাজার টাকা তা এখন বেড়ে হয়েছে ২৬০০; আর যেটা ১৪০০ ছিল, তার কেজি এখন ২৮০০ থেকে ৩০০০ টাকা। আরেকটা এলাচ ছিল আড়াই হাজার টাকা কেজি, সেটা এখন হয়েছে ৪ হাজার টাকা। অর্থাৎ দুই মাসের ব্যবধানে এক-দেড় হাজার টাকা দাম বেড়েছে। কালো মরিচ, কাঠবাদাম, সাদা মরিচ এগুলো কেজিপ্রতি এক-দেড়শ টাকা বেড়েছে। পেস্তাবাদামে বেড়েছে ৬০ টাকা। এক দিনে দুইশ টাকার বেশি বেড়েছে কাজুবাদামের দাম। মসলার মধ্যে শুধু জিরাসহ দু-একটার দাম কমেছে। সপ্তাহখানেক আগের হাজার টাকার জিরা এখন ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মসলা ব্যবসায়ী মনসুর আলম ঢাকা টাইমসকে বলেন, ‘সরবরাহ কম চাহিদা বেশি হওয়ায় এলাচের দাম বেড়েছে। যদি আমদানি বাড়ে তাহলেই দাম কমবে।’

মসলা কিনতে আসেন আসমা আক্তার। তিনি ঢাকা টাইমসকে বলেন, মূল্য তালিকার চেয়ে বেশি দাম নেওয়া হচ্ছে। সরেজমিনে অনেক দোকানেই মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে দেখা যায়নি।

বাজারে এলাচের দাম কেজি প্রতি বেড়েছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৯৫০ টাকা পর্যন্ত। গত রমজানে যে এলাচ ১৪০০ থেকে দেড় হাজার টাকা কেজি ছিল, এবার তা আড়াই হাজার থেকে ৩ হাজার ৩৫০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। সেইসঙ্গে দারুচিনি, গোলমরিচ, সাদামরিচ, লবঙ্গসহ সব ধরনের মসলার দাম কেজিতে ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। কেজিতে ৫০ থেকে ২০০ টাকা বেড়ে কাঠবাদাম বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়, কাজুবাদাম ১ হাজার ১৮০ এবং পেস্তাবাদাম ৩০০ টাকা বেড়ে ৩ হাজার টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাসখানেক আগেও ৬৫০ থেকে ৭০০ টাকার কালো গোলমরিচ ৮২০ টাকা, সাদামরিচ ১ হাজার ২২০ টাকা, আলুবোখারা ৫৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দারুচিনির দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা বেড়ে ৫২০ থেকে ৫৮০ টাকায়; ৪০০ টাকার কিশমিশ ৫৮০ থেকে ৬৫০ টাকায় এবং ১ হাজার ৫০০ টাকার লবঙ্গ ১৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু দোকানে এর বেশি দামেও বিক্রি হতে দেখা গেছে।

মূল্য তালিকার বিষয়ে জানতে চাইলে রাজধানীর রামপুরা বাজারের মসলা ব্যবসায়ী আজিজ মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘মূল্য তালিকা আছে, কিন্তু একটু ব্যস্ত আছি। এ জন্য দেখাতে পারছি না।’

তালিকা দোকানের সামনে উন্মুক্ত রাখার কথা জানতে চাইলে তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘দোকানে আপাতত সবাই ব্যস্ত। কাজ করতে গিয়ে হয়তো কর্মচারীরা অন্য জায়গায় রেখেছে।’

(ঢাকাটাইমস/০৫ এপ্রিল/এমএইচ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন এর সর্বশেষ

বেড়ার মেয়র আসিফ ওয়ারেন্টভুক্ত আসামি, দেশ ছাড়লেন কীভাবে? কৌতূহল সর্বত্র

শিক্ষকদের পেনশনের টেনসনে স্থবির উচ্চশিক্ষা

কেরাণীগঞ্জে দেড় কোটি টাকার নিষিদ্ধ ব্রাহমা গরুর সন্ধান

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালুর উদ্যোগ কতটা গ্রহণযোগ্য? কী বলছেন বিশেষজ্ঞরা

সর্বজনীন পেনশনে অনীহা কেন, যা বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকনেতারা

সাদিক অ্যাগ্রোর সবই ছিল চটক

ঢাকা মহানগর বিএনপি ও যুবদলের কমিটি দিতে ধীরগতি যে কারণে

রাসেলস ভাইপার আতঙ্ক: উপজেলা হাসপাতালগুলোতে নেই চিকিৎসা সক্ষমতা

মাগুরায় বাড়ি-জমি উত্তম কুমারের: কোথাও খোঁজ নেই তার, দুদকের অনুসন্ধান সম্পন্ন

কোথায় পালিয়েছে ইউপি চেয়ারম্যান ও মেম্বার, জানে না পুলিশ, স্থায়ী বরখাস্ত হলেই ডুমাইনে ভোট

এই বিভাগের সব খবর

শিরোনাম :