হুমায়ুন আজাদকে হত্যায় সরাসরি জড়িত জঙ্গি সাবু গ্রেপ্তার

অধ্যাপক হুমায়ুন আজাদকে হত্যায় সরাসরি জড়িত জঙ্গি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে। সাবু নিজ হাতে চাপাতি দিয়ে হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে জখম করেন। জঙ্গি সাবু ভেবেছিলেন তার ধারালো অস্ত্রাঘাতে হুমায়ুন আজাদ মারা গেছেন; এটা নিশ্চিত হয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেছিলেন।
জানা গেছে, সোমবার রাতে জেএমবির এই জঙ্গি নেতাকে গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
সংস্থাটি এক বার্তায় জানিয়েছে, ২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে এটিইউ গ্রেপ্তার করেছে। এই সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে জখম করেছিলেন। তিনি জানতেন, হুমায়ুন আজাদ মারা গেছেন; এটা নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মারা যান।
এটিইউ জানিয়েছে, জঙ্গি সাবুর বিষয়ে আজ দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।
(ঢাকাটাইমস/০৯এপ্রিল/এসএস//এফএ)

মন্তব্য করুন