চলতি আইপিএলে যেখানে সবার সেরা মুস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৪, ১৪:৪৬
অ- অ+

চলমান আইপিএলের উড়ন্ত ফর্মে আছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়েছে মাঠ মাতাচ্ছেন তিনি। চেন্নাইয়ের জয়ে বড় অবদান রাখছেন প্রতি ম্যাচেই। তার দখলে রয়েছে পার্পল ক্যাপও। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি আইপিএলে মুস্তাফিজ ডেথ ওভারে সকলের চেয়ে সেরা পারফর্ম করেছেন।

আইপিএলে খেলে থাকেন সারা বিশ্বের সব সেরা বোলাররা। তবে সবাইকে পেছনে ফেলে আপাতত পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন মুস্তাফিজ। শুধু উইকেট নিয়েই দলকে সাহায্য করছেন না দ্য ফিজ, ডেথ ওভারে দারুণ বোলিং করে দলের জয়ে বিরাট ভূমিকা রাখছেন।

এবারের আইপিএলে মুস্তাফিজ ৪ ম্যাচ খেলেছেন। আর সব ম্যাচেই ডেথ ওভারে বোলিং করেছেন টাইগার এই পেসার। নিজের শেষ ম্যাচে ডেথ ওভারে বোলিং করে ২ উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ।

এছাড়াও, এখন পর্যন্ত ডেথ ওভারে বোলিং করে সবচেয়ে বেশি ডট বল দিয়েছেন বাঁহাতি এই পেসার। চার ম্যাচ খেলে ২৩টি ডট বল দিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন নাভিন উল হক। তিনি ১৫টি ডট বল দিয়েছেন ডেথ ওভারে বোলিং করে।

অন্যদিকে ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেটও মুস্তাফিজের। চার উইকেট শিকার করে এখানেও সেরা টাইগার পেসার। মুস্তাফিজের সাথে যৌথভাবে সর্বোচ্চ চার উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার জেরাল্ড কোয়েটজি ও ভারতের মোহিত শর্মা।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান জিতলে বাংলাদেশ জিতবে: প্রস্তুতি সভায় এস এ সিদ্দিক সাজু
কুমিল্লায় যুবলীগ সভাপতি ওমানী কাশেম গ্রেপ্তার
উত্তরা ইউনিভার্সিটিতে পঞ্চম আন্তর্জাতিক রোবো টেক অলিম্পিয়াড অনুষ্ঠিত
বেনাপোলে ১৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা