রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
নিহত মো. সায়হাম (২২) রূপগঞ্জের মৃত তোজাম্মেল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় চাচা রাজু আহম্মেদ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ঢাকা টাইমসকে বলেন, “সায়হাম সন্ধ্যা সাড়ে ছয়টায় রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।”
মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এএম/এফএ)

মন্তব্য করুন