রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ২২:৩১
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

নিহত মো. সায়হাম (২২) রূপগঞ্জের মৃত তোজাম্মেল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের ছাত্র ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় চাচা রাজু আহম্মেদ তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ঢাকা টাইমসকে বলেন, “সায়হাম সন্ধ্যা সাড়ে ছয়টায় রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে রাত ৯টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।”

মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০ আসামির মৃত্যুদণ্ডের রায় হাইকোর্টে বহাল রাখায় সন্তুষ্টি প্রকাশ আবরারের মায়ের
ময়মনসিংহের ভালুকায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন 
মুশফিক-রিয়াদরা মাঠ থেকে বিদায় না নেওয়ায় আক্ষেপ মিরাজের
পর্তুগালের প্রবাসী নারী উদ্যোক্তাদের ঈদ মেলা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা