বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, ৫ যুবক গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:২৬| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:৫৮
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জে বন্ধুদের সঙ্গে বৈশাখি মেলায় ঘুরতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় থানায় মামলা করার পর পুলিশ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মিলন (২৩), মাসুম (২৫), শহিদুল ইসলাম (২২), রাহাত (১৮) ও সোহাগ আলম (২০)।

জানা যায়, গত ১৪ এপ্রিল বিকালে বৈশাখি মেলায় ঘুরতে বের হন ওই তরুণী। এ সময় জিসান ও রিজভী নামে তার দুই বন্ধু সঙ্গে ছিল। তারা কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচর মধু সিটি হাউজিংয়ের ভেতর ফাঁকা জায়গায় ছবি তোলার সময় ৫/৭ যুবক বিভিন্ন ধরনের প্রশ্ন করে। এক পর্যায়ে ভুক্তভোগী তরুণী ও তার বন্ধুদের টেনে হিঁচড়ে হাউজিংয়ের একটু ভিতরে নিয়ে জিসান ও রিজভীকে বেঁধে ফেলে। পরে ভুক্তভোগী তরুণীকে দেয়াল করা প্রাচীরের ভিতর নিয়ে তিন জন মিলে ধর্ষণ করে। বাকিরা ভিডিও ধারণ করে।

এ ঘটনায় সোমবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ও আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করে ৫ যুবককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির জানান, গ্রেপ্তারকৃত মাসুম মধু সিটি নাইট গার্ডের চাকরি করলেও সে একটি ছিনতাই চক্রের সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা