ফরিদপুরে মাইক্রোবাস-মাহিন্দ্র সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু
ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় মাইক্রোবাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছে।
গুরুতর আহত অবস্থায় ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।
নিহতের নাম মো. সিদ্দিক মাতুব্বর (৫০)। তিনি সালথা উপজেলা সদরের মৃত জীবন মাতুব্বরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মো. আবুল বাসার। তিনি ঢাকা টাইমসকে জানান, আমার চাচা সিদ্দিক মাহিন্দ্র চালক ছিলেন। তিনি বৃহস্পতিবার বিকালে ফরিদপুর থেকে যাত্রী নিয়ে সালথায় আসছিলেন। পথে সমেশপুর এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তার মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীসহ তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে এই ঘটনায় ইমদাদ হুসাইন (৫০) নামে এক যাত্রী নিহত হন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার হুসাইন জানান, ফরিদপুর থেকে সালথাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত হয় মাহেন্দ্রর ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন (৫০) নামের এক ব্যক্তি মারা যান। নিহত ইমদাদ হুসাইন সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের বাসিন্দা।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)