রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় সুমন মিয়া (২০) ও খিলগাঁও সিপাহীবাগ এলাকায় মো. জামাল (২২) নামের দুই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে সুমন ও জামালকে খিলগাঁও থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুমনের আত্নীয় রুবেল জানান, মৃত সুমন পেশায় গাড়ি চালক ছিলেন। রাত ৩টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজ রুমের বারান্দার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে থাকেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অচেতন অবস্থায় সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল হাসান বলেন, “আমরা খবর পেয়ে সিপাহীবাগের শাহিনুরবাগের একটি বাসা থেকে জামালের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএম/এফএ)

মন্তব্য করুন