রাজধানীতে দুই যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৭
অ- অ+

রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় সুমন মিয়া (২০) ও খিলগাঁও সিপাহীবাগ এলাকায় মো. জামাল (২২) নামের দুই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার রাতে সুমন ও জামালকে খিলগাঁও থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সুমনের আত্নীয় রুবেল জানান, মৃত সুমন পেশায় গাড়ি চালক ছিলেন। রাত ৩টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজ রুমের বারান্দার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে থাকেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অচেতন অবস্থায় সাড়ে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভিকটিমকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল হাসান বলেন, “আমরা খবর পেয়ে সিপাহীবাগের শাহিনুরবাগের একটি বাসা থেকে জামালের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা