রোনালদো নেই, সাদিও মানের জোড়া গোলে আল নাসরের জয়

নিষেধাজ্ঞার কবলে মাঠে নামতে পারেনি দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সাদিও মানে সেই অভাব বুঝতে দিলেন না আল নাসরকে। তিনি করেছেন জোড়া গোল। এ দিকে হারের সঙ্গে লাল কার্ডের খড়গে পড়েছে প্রতিপক্ষ আল ফায়হা।
শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টায় সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামে আল নাসর ও আল ফায়হা। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় নাসর। জয়ের ম্যাচে সাদিও মানের জোড়া গোলের পাশাপাশি এক গোল এসেছে আবদুল্লা আল-আমরির থেকে। আর ফায়হার হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাশন সাকালা।
আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়েছিল আল নাসর। জাম্বিয়ান ফরোয়ার্ড ফ্যাশন সাকালা এগিয়ে দেন আল ফেইহাকে। ৭১ মিনিট পর্যন্ত সে লিড ধরে রেখেছিল তারা। ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকেও গোল করতে পারেননি মানে।
তবে এই সাদিও মানেই আল নাসরের ১১ মিনিটের ঝড়ে বনে গেছেন জয়ের নায়ক। ৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে আলামরির হেডে সমতা ফেরায় আল নাসর। এরপরই খেই হারিয়ে ফেলে আল ফেইহা।
৭৬ মিনিটে বাতাসে ভাসানো শটে আল নাসরের দ্বিতীয় গোলটি করেন মানে। ৮২ মিনিটে ফের মানের গোল। এবার দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে জড়ান সেনেগালিজ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এই ম্যাচে হারের পাশাপাশি লাল কার্ডের খড়গে পড়েছে আল ফায়হা। দলটির হয়ে গোল করা সাকালা লাল কার্ড দেখেন ম্যাচের ৮৮ মিনিটে।
(ঢাকাটাইমস/২০এপ্রিল/এনবিডব্লিউ)

মন্তব্য করুন