বালুবোঝাই ট্রাক্টরের চাপায় দুধ ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ২৩:৪৫
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বালুবোঝাই মেসি ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী (দুধ ব্যবসায়ী) নিহত হয়েছেন।

শনিবার দুপুরে পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় স্থানীয়দের হাতে আটক হওয়া ঘাতক মেসি ট্রাক্টরের চালককে পুলিশে সোপর্দ করা হয়।

নিহত দুধ ব্যবসায়ী হলেন পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের মোজাহার মন্ডলের ছেলে মাহাবুব হোসেন (৩৪)।

প্রত্যক্ষদর্শী হারুন মন্ডল বলেন, ‘দুপুরে রাস্তার পাশে আমি দাঁড়িয়ে ছিলাম। পাঁচবিবি শহর থেকে একটি বালুবোঝাই মেসি ট্রাক্টর কামদিয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে থেকে মোটরসাইকেল নিয়ে দুধ ব্যবসায়ী পাঁচবিবি শহরের দিকে আসছিল। দানেজপুর এলাকায় পৌছালে মেসি ট্রাক্টরটি মোটরসাইকেল চালককে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন ধাওয়া করে মেসি ট্রাক্টর ও চালককে আটক করে রাখে। পরে পুলিশ এসে চালককে থানায় নিয়ে যান।’

পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কামরুল হক বলেন, ‘দুপুরের দিকে পাঁচবিবি শহরের দানেজপুর এলাকায় মেসি ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি মোটরসাইকেল চালক মারা গেছে।’

পাঁচবিবি থানার (ওসি, তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এসআইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ট্রাফিক আইন ভেঙে পুলিশের সঙ্গে বিতণ্ডা, যুবদল কর্মী গ্রেপ্তার
ওয়ারীতে বিপুল দেশি-বিদেশি জাল নোটসহ গ্রেপ্তার দুই, সরঞ্জাম উদ্ধার
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ছেলে রাহাত ও উপসচিব দিদারুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জামালপুরে ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা