পণ্যবোঝাই ট্রাক নিয়ে তামিলনাড়ু থেকে বেনাপোলে এলেন নারী চালক

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২৪, ২০:০০
অ- অ+

ভারতের তামিলনাড়ু থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বেনাপোল স্থলবন্দরে এসেছেন অন্নপূর্ণা রাজকুমার নামে এক নারী ট্রাক চালক।

রবিবার সকালে পণ্যবোঝাই ওই ট্রাকটি চালিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন তিনি। এর আগে শনিবার দুপুরে ভারতের পেট্রাপোল বন্দরে আসেন তিনি।

এসময় ওই নারী ট্রাকচালককে এক নজর দেখতে বন্দরের লোকজনকে বেনাপোল আমদানি-রপ্তানি গেটে ভিড় করতে দেখা গেছে।

অন্নপূর্ণা বলনে, ট্রাক চালিয়ে বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে। বন্দরের পরিবেশও তাকে স্বস্তি দিয়েছে।

তিনি আরও বলনে, তার সঙ্গে সহকারী হিসেবে এসেছেন তার স্বামী। তিনিও একজন ট্রাক চালক।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, আমার দেখা এই প্রথম কোনো নারী চালক ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক চালিয়ে বাংলাদেশে এসেছেন। নারী চালক হওয়ায় পণ্য বোঝাই ট্রাকটির পণ্য দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, পণ্যবোঝাই ট্রাকটি বন্দরে প্রবেশের পর ট্রাক থেকে পণ্য দ্রুত বন্দরের ১নং শেডে আনলোড করা হয়েছে। পণ্য খালাসের পর ট্রাকটি ভারতে ফেরত যেতে কর্মকর্তাদের সহযোগিতা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা