গজারিয়ায় প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, বেড়েছে ভোটারদের কদর
ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৮ মে অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচন।
নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই মাঠে নেমেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। ইতোমধ্যে জমে উঠেছে ভোটের মাঠ। এবারের নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী না দিলেও মাঠে রয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। প্রত্যেক প্রার্থীই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে আছে নির্বাচনি এলাকা। প্রচণ্ড গরমকে উপেক্ষা করেই চলছে প্রচারণা। প্রার্থীদের সাথে মাঠে নেমেছেন তাদের স্ত্রী-সন্তানরাও।
তবে সাধারণ ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারে কোনো প্রার্থীকেই নিরাশ করছেন না। সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন। আন্তরিকতা দেখাচ্ছেন। কিন্তু মুখ খুলছেন না।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলতে গেলে তারা জানান, ‘প্রার্থীরা সবাই ভালো লোক। তবে কাকে ভোট দেব তা এখনো মনস্থির করতে পারিনি’
ভোটার জমিলা বেগম জানান, ‘বাবারে ভোট আসলে প্রার্থীদের আনা-গোনার কমতি থাকে না। ভোট শেষ হলেই তাদের দেখা পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে সে মোতাবেক কাজ করে না। তারা নির্বাচনের পর সব ভুলে যায়।’
সরেজমিন পুরো উপজেলা ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে পাড়া-মহল্লার অলিগলি ও চায়ের দোকানগুলোতে চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনি মাঠে সময় দিচ্ছেন। ভোটারদের সমর্থন আদায়ে দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকেই ভোট দিতে চান ভোটাররা।
এলাকার অনেকে জানান, সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। যিনি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবেন তাকেই ভোট দেবেন।
গজারিয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া জানান, উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে ১২ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)