স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, জুডিশিয়ালিকেও স্মার্ট করতে হবে: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২৪ মে ২০২৪, ২০:০৯
অ- অ+

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, 'স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, জুডিশিয়ালিকেও স্মার্ট করতে হবে, স্মার্ট গড়তে হবে। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন, ন্যায় প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলন প্রতিষ্ঠায় বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে এবং থাকবে। জনগণের অধিকার ও ন্যায়ের যে অধিকার তা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে পদক্ষেপ নিয়েছি, তার একটি প্রাথমিক ও অত্যন্ত সমন্বয়ক পদক্ষেপ আজকের 'ন্যায়কুঞ্জ। '

শুক্রবার বিকালে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে বিচার প্রার্থীদের জন্য 'ন্যায়কুঞ্জ' নির্মিত বিশ্রামাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সুপ্রিম কোর্ট-আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, দিনাজপুর জেলা ও দায়রা জজ মো. যাবিদ হোসেন, স্পেশাল জজ মো. রেজাউল করিম সরকার, সুপ্রিম কোর্ট- আপিল বিভাগের রেজিস্টার (বিচার) এসকেএম তোফায়েল হাসান, দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লাহ্, দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ, নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আ.ন.ম হাবিবুল্লাহসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/২৪ম/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২৩’-এর বিজয়ীদের নাম ঘোষণা 
আমরা বারবার সাপ-লুডুর কাটায় পড়ে নিচে নামি: নজরুল ইসলাম খান
রাঙ্গুনিয়ার পলাতক আওয়ামী লীগ নেতা আইয়ুব গ্রেপ্তার
স্বাস্থ্যখাত এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে: ডা. রফিকুল ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা