ঋণ পরিশোধে ব্যর্থ: ধর্ষণের শিকার গৃহবধূর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার ২
কুড়িগ্রামের চর রাজিবপুরে ধার নেওয়া ২০ হাজার টাকা দিতে না পারায় এক গৃহবধূকে দুই মাস ধরে সংঘবদ্ধ ধর্ষণের পর নির্যাতন থেকে রক্ষা পেতে গৃহবধূ ও তার স্বামী বিষপান করার পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের হলপাড়া গ্রামের আবু সামার ছেলে জয়নাল মিয়া এবং টাঙ্গালিয়াপাড়া এলাকার মো. শহীদ আলীর ছেলে আলম ওরফে আলম কসাই।
শনিবার দেওয়ানগঞ্জ উপজেলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার (৩১ মে) রাতেই মামলা হয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করেছে। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ মে) ওই দম্পতি বিষপান করেন। পাঁচ দিন ধরে ‘বিষক্রিয়ার’ সঙ্গে লড়াই শেষে বুধবার (২৯ মে) দুপুরে ওই গৃহবধূর মৃত্যু হয়। ওই দম্পতির তিন বছরের এক শিশুসন্তান রয়েছে। এই ঘটনায় ৪ জনকে আসামি করে নিহতের মামা আকবর আলী একটি মামলা করেন।
(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/পিএস)