গুরবাজ-জাদরানের জোড়া অর্ধশতকে বড় সংগ্রহ পেল আফগানিস্তান
চলতি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে মাঠে নেমেছে আফগানিস্তান ও উগান্ডা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তবে দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং তাণ্ডবে উগান্ডার বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে তারা।
মঙ্গলবার (৪ জুন) গায়ানায় উগান্ডার বিপক্ষে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় রশিদ খানের দল। তবে সংগ্রহটা আরও বড় হতে পারতো। কিন্তু শেষের দিকে উগান্ডার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তা আর হয়নি।
আফগানিস্তানের ওপেনিং জুটি থেকে আসে ১৫৪ রান। গুরবাজ ৪৫ বলে ৪ চার এবং সমান সংখ্যক ছক্কার মারে ৭৬ রানের ইনিংস খেলেন। অপরদিকে আরেক ওপেনার ইব্রাহিম জাদরান করেন ৪৬ বলে করেন ৭০ রান। এই জুটি ভাঙার পরই রানের চাকা ধীরগতির হয়ে যায়।
একটা পর্যায়ে ধারণা করা হয়েছিল, এই ম্যাচেই হয়ত বিশ্বকাপে প্রথম দুইশ পেরুনো ইনিংস দেখবে ক্রিকেট দুনিয়া। তবে কিছুটা হতাশ হতেই হলো আফগানিস্তানের শেষ দিকের ব্যাটিংয়ে। আর উগান্ডা ডেথ ওভারে উপহার দিল পিকচার পারফেক্ট বোলিং। শেষ ৫ ওভারে তারা দিয়েছে মোটে ২৫ রান। ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলা আফগানিস্থান ২০ ওভারে করল ৫ উইকেটে ১৮৩।
উগান্ডার হয়ে এদিন সকলের নজর কেড়েছেন কসমাস কিউউটা এবং ব্রায়ান মাসাবা। ৪ ওভার বোলিং করে ২৫ রানে ২ উইকেট নিয়েছেন পেসার কিউউটা। আর ৪ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন মাসাবা। এছাড়াও আলপেশ রামজানি ৩৩ রান খরচায় একটি উইকেট পেয়েছেন।
(ঢাকাটাইমস/০৩জুন/এনবিডব্লিউ)