সিলেটের সড়কে এক মাসেই গেল ৩১ প্রাণ
সড়ক দুর্ঘটনা যেন সিলেটে নিত্যদিনের আতঙ্ক। প্রতিনিয়ত দুর্ঘটনায় কোনো না কোনো জায়গায় প্রাণহানির ঘটনা ঘটছে। অন্য মাসের তুলনায় হতাহতের সংখ্যা কিছুটা কম হলেও গত এক মাসেই (মে) প্রাণ গেছে ৩১ জনের। সিলেট বিভাগের ২৯টি সড়কে এসব দুর্ঘটনা ঘটেছে। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৭ জন।
মঙ্গলবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে প্রকাশ করা হয়, মে মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়।
সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬ জন সিএনজি ও লেগুনা চালক এবং যাত্রী। এছাড়া ৫ জন পথচারীও রয়েছেন।
দুর্ঘটনাগুলোর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ১২ জন ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন।
মে মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৬ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন।
(ঢাকাটাইমস/০৪জুন/ প্রতিনিধি/পিএস)