চুক্তিতে থাকছেন পরিকল্পনা সচিব সত্যজিত, অবসরে পিএসসির হাসানুজ্জামান কল্লোল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২৪, ২০:৪৭| আপডেট : ০৯ জুন ২০২৪, ২০:৫৩
অ- অ+
পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার (বামে) ও পিএসসি সচিব হাসানুজ্জামান কল্লোল (ডানে)

এবার চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্বে থাকছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকার। রবিবার তাকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। পরে সেটা বাতিল করে পুনরায় একবছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিত কর্মকারকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ জুন অথবা যোগদানের তারিখ থেকে একবছর মেয়াদে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

এদিকে সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সচিব মো. হাসানুজ্জামান কল্লোল। এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

প্রজ্ঞাপন-১

প্রজ্ঞাপন-২

(ঢাকাটাইমস/০৯জুন/এসএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা