ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, যাত্রী ভোগান্তি চরমে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ অংশের ৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী যাত্রী ও যানবাহন চালকরা।
সোমবার রাত সাড়ে ৭টায় মহাসড়কের শিমরাইল মোড়, মৌচাক স্ট্যান্ড ও সানারপাড়ে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কাঁচপুর ব্রিজ থেকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় অংশ পর্যন্ত যানবাহনগুলো আটকা পড়ে আছে। এতে যাত্রী ও গাড়ি চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এদিকে হাইওয়ে পুলিশ বলছে, মদনপুর এলাকায় গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ চলছে এর ফলে এই যানজট সৃষ্টি হয়েছে।
সড়কে আটকে থাকা কয়েকজন বাস চালক জানান, বিকাল সাড়ে ৫টার পর থেকে যানজটে আটকে রয়েছেন তারা। ফলে প্রচণ্ড গরমে যাত্রীরা বেশ রাগারাগি করছে তাদের সঙ্গে।
কয়েকজন যাত্রী জানান, দীর্ঘ সময় যাবত গাড়ি চুল পরিমাণও এগোচ্ছে না। একই স্থানে প্রায় দুই ঘণ্টার বেশি সময় দাঁড়িয়ে আছে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে রওনা হয়েছেন গন্তব্যে পৌঁছাতে।
যানজটের কারণ জানতে চাইলে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন বলেন, মদনপুর এলাকায় গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করছে। এর ফলে সিদ্ধিরগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা সড়কে অবস্থান করছি।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন