জামালপুরে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ১৮:৪৫| আপডেট : ১৪ জুন ২০২৪, ১৮:৪৬
অ- অ+

জামালপুরের মেলান্দহে প্রাইভেটকার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বন্যা (৩১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে জামালপুর দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ বজরুদ্দি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বন্যা জামালপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জয়নাল আবেদীন মাস্টারের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মেলান্দহগামী প্রাইভেটকার ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা বন্যা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাইভেটকার ও সিএনজি আটক আছে। পরিবারের অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৪জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা