জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ঘাতক স্বামী মো. সাইফুল ইসলাম সরলকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প।
এর আগে র্যাব-১৪ জামালপুর ক্যাম্প ও র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে বুধবার গভীর রাতে দিনাজপুর জেলার হাকিমপুর হিলি বাজার এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সরল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের মো. রিপন সরকারের ছেলে।
জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১০ বছর আগে জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষা বাদুরিয়া গ্রামের আবুল কাসেমের মেয়ের সঙ্গে বিয়ে হয় দিনাজপুরের হিলি এলাকার সরলের সঙ্গে । তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। এক পর্যায়ে স্বামীকে তালাক দিয়ে নিজ এলাকায় চলে আসেন সাথি আক্তার। পরে সরল মিয়া মহিষা বাদুরিয়া এলাকায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু নেন এবং তালাকপ্রাপ্ত স্ত্রীকে উত্ত্যক্ত করা শুরু করেন। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
তিনি আরও জানান, তিন মাস জেল খেটে সম্প্রতি আবারও এলাকায় আসেন সরল মিয়া। ঈদের আগের দিন সাথি আক্তারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান সরল।
স্থানীয়দের সহযোগিতায় সাথির স্বজনেরা গুরুতর আহত অবস্থায় সাথি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. খোরশেদ আলম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দয়ের করন।
গ্রেপ্তারকৃত সরলকে আইনি প্রক্রিয়া শেষে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০জুন/পিএস)

মন্তব্য করুন