মেঘনায় বাল্কহেডে অভিযান, গ্রেপ্তার ২৩

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ১৭:০০| আপডেট : ২৩ জুন ২০২৪, ১৭:০১
অ- অ+

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে সার্ভে সনদ না থাকাসহ নিষিদ্ধ সময়ে দ্রুতগতিতে বাল্কহেড চালানোর অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাল্কহেডের সুকানি মো. শাহীন (৩২), মো. দিদার (২২), মো. শরিফ (৩২), সোহেল (৩০), মাঈন উদ্দিন (২৮), মো. শহিদুল (৪২), মো. আরিফুল হোসেন (৩৩), মো. শহিদুল ইসলাম (৫০), মো. আল আমিন (৩৮), আমির হোসেন গাজী (৬৫), মো. স্বপন (২৮), মো. গিয়াস উদ্দিন (২৮), মো. ফিরোজ (২৭), মো. মিজান (৩৫) ও মো. সুমন (২৮), মো. আলী আকরাম (২০), মো. মোস্তফা (৪২) স্বপন (৪৬), আবু জাহের (৫৬), মো. মামুন (২৫), মো. আলম (৩৫), শাহীন হোসেন (২৭) ও জাকির হোসেন (৪৮)।

এদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

ওসি মনিরুজ্জামান বলেন, শনিবার সকাল থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক এলাকায় ১৫টি বাল্কহেডে অভিযান পরিচালনা করেন। এসময় বাল্কহেডের সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্য স্থানে উৎকিরণ ও সুকানি যোগ্যতা সনদ না থাকায় এবং নিষিদ্ধ সময়ে নৌপথে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার ১৪ জনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ আইনে মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল এবং বাকি ৯ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথের নিরাপত্তায় গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিএ।

(ঢাকাটাইমস/২৩জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা