রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ০৯:১০| আপডেট : ২৪ জুন ২০২৪, ১৭:৩২
অ- অ+

রাশিয়ার দাগেস্তানে দুটি গির্জা ও পুলিশ পোস্টে বন্দুকধারীদের হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

হামলাকারীদের মধ্যে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। খবর সিএনএন ও আল জাজিরার।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। বন্দুকধারীরা দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায়।

হামলার শিকার হওয়া পুলিশ পোস্ট প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ।

দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভজানিয়েছেন, হামলাকারীদের মধ্যে ৬ জনকে হত্যা করা হয়েছে।

হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

মেলিকভ বলেছেন, “রবিবার রাতে ডারবেন্ট এবং মাখাচকালায় অজ্ঞাত লোকেরা অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা বাধা দিলে তারা হামলা চালায়।”

তবে রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিল বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে।

(ঢাকাটাইমস/২৪জুন/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা