আফগানদের কাছে হেরে অস্ট্রেলিয়াকে নিয়ে বিদায় নিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ১১:১৩| আপডেট : ২৫ জুন ২০২৪, ১১:২৭
অ- অ+

বাংলাদেশকে সেমিতে যেতে হলে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো। সেটা তো দূরের কথা ম্যাচই জিততে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ৮ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ। শুরুতে আশা দেখিয়েছিল বাংলাদেশ। তবে রশিদ খানের ঘূর্ণিতে শেষ পর্যন্ত হার-ই সঙ্গী হল বাংলাদেশের। তার পাশাপাশি সুপার এইট থেকে অস্ট্রেলিয়ারও বিদায় নিশ্চিত হল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার আফগানিস্তানের কাছে হারল বাংলাদেশ। এর আগে সববারই জয় পেয়েছে টাইগাররা। কিংসটনে আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাতে বৃষ্টি আইনে ৮ রানে জয় পায় আফগানরা।

বাংলাদেশের হয়ে আজ ওরপনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে যায় এই জুটি। ফজলহক ফারুকীর বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। তার বিদায়ে ১৬ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

তানজিম তামিমের বিদায়ের পর ক্রিজে আসেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নবীন-উল-হক। নবীন-উল-হকের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান শান্ত। তার বিদায়ে ২৩ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর বিদায়ের পরের বলেই নবীন-উল-হকের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান। শূন্য রানেই ফিরে যান তিনি। তার বিদায়ে ২৩ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারের সময় ম্যাচে হানা দেয় বৃষ্টি। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক খেলা বন্ধ ছিল। এরপর খেলা আবার শুরু হয়। কোনো ওভার কাটা যায়নি।

খেলা শুরুর পর জুটি গড়ে খেলতে থাকেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। দলীয় ৪৮ রানে সৌম্য সরকারের বিদায়ে ২৫ রানে ভাঙে এই জুটি।

সৌম্যের বিদায়ের পর তাওহীদ হৃদয়কে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন লিটন দাস। তবে তারাও আজ ব্যর্থ হন নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে। দলীয় ৬৪ রানে তাওহীদ হৃদয়ের বিদায়ের পর ১৬ রানেই ভেঙে যায় এই জুটি। তার বিদায়ে ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

৬৪ রানে ৫ উইকেট হারানোর পর ক্রিজে আসেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ব্যাটারের কল্যাণে তখনও সেমির আশা দেখছিল বাংলাদেশের সমর্থকরা। তবে সমর্থকদের হতাশ করে দিয়ে দলীয় ৮০ রানে ৯ বলে ৬ রান করে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ভাঙে ১৬ রানের জুটি। মাহমুদউল্লাহর বিদায়ে সেমির স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের।

মাহমুদউল্লাহর বিদায়ের পরের বলেই সাজঘরে ফিরে যান রিশাদ হোসেন। রশিদ খানের বলে বোল্ড হয়ে শূন্য রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৮০ রানে ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

৮০ রানে ৭ উইকেট হারানোর পর তানজিম হাসান সাকিবকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন লিটন দাস। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি গুলবাদিন নায়েব। গুলবাদিন নায়েবের বলে মোহাম্মদ নবির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তানজিম সাকিব। তার বিদায়ে ভাঙে ১২ রানের জুটি। শঙ্কা জাগে বাংলাদেশের হারের।

৮ উইকেট হারালেও বাংলাদেশকে তখনও জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন লিটন দাস। তাসকিনকে নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আফগানদের বিপক্ষে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি। তবে লিটন আশা দেখালেও

তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না। আর তাতে ১০৫ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। লিটন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রান করে।

এর আগে কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।

(ঢাকাটাইমস/২৫ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার সাবেক রাষ্ট্রপতি ইস্যুতে সরানো হলো কিশোরগঞ্জের এসপিকে, তদন্ত কমিটি গঠন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর প্লট-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ২ মাস
আ.লীগ থেকে বিএনপিতে আসার বক্তব্য নিয়ে রিজভীর প্রতিবাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা