গোপালগঞ্জে ৮০ নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ

গোপালগঞ্জে ৮০ নারী প্রশিক্ষণার্থীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে হার পাওয়ার প্রকল্পের আওতায় এই ল্যাপটপ বিতরণ করা হয়।
বুধবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এসব ল্যাপটপ বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইসিটি কর্মকর্তা আকিব মো. সাদিকুল ইসলাম, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রাজবুল আহমেদ, গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টুটুলসহ আরও অনেকে।
হার পাওয়ার প্রকল্পের আওতায় কম্পিউটার ল্যাবে ৬ মাস মেয়াদি ফ্রিল্যান্সার বিষয়ে নারীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ক্যাটাগরির ৮০ নারী প্রশিক্ষণার্থীকে প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ প্রদান করা হয়েছে। এতে এসব নারী স্বাবলম্বী হয়ে ওঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহসিন উদ্দীন বলেন, সরকার সবাইকে চাকরি দিতে পারবে না। কিন্তু সবাইকে স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। স্বাবলম্বী জাতি হিসেবে গড়ে তুলতে সরকার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে, নারীরাও যেন পিছিয়ে না থাকে এজন্য নানাভাবে প্রশিক্ষণসহ সহায়তা দিয়ে আসছে সরকার।
(ঢাকা টাইমস/০৩জুলাই/এসএ)

মন্তব্য করুন