চমক ও তার স্বামীর একাধিক বিয়ে নিয়ে চমকপ্রদ তথ্য!

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ১৮:১৭
অ- অ+

৯ টাকা কাবিনে বিয়ে করে সম্প্রতি আলোচনায় আসেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার এই কাণ্ড নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। সেই রেশ না কাটতেই চমক ও তার স্বামীর একাধিক বিয়ে নিয়ে এবার প্রকাশ্যে এলো চমকপ্রদ তথ্য।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এর আগেও একবার বিয়ের পিড়িঁতে বসেছেন চমক। তবে অভিনেত্রীর থেকে দুই ধাপ এগিয়ে তার বর্তমান স্বামী আজমান নাসির। তিনি নাকি এর আগে আরও দুইবার বিয়ে করেছেন। দুই সংসারে তার দুটি কন্যাসন্তানও আছে।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আজমান নাসির প্রথম বিয়েটা করেন ২০০৮ সালের ১০ জুন। সেই স্ত্রীর নাম সামান্তা ইসলাম। বিয়ের পর স্ত্রীকে নিয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডনে পড়াশোনা করতে যান। তবে অর্থের যোগান না থাকায় সেখানকার পড়াশোনার পাঠ না চুকিয়েই কয়েক মাস পর ফিরে আসেন দেশে। এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের সংসারে আসে কন্যাসন্তান। কিন্তু দাম্পত্য কলহে ২০২০ সালের অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।

এদিকে, প্রথম সংসারে থাকাকালীন সময়েই নাসিরের জীবনে আসেন এক উঠতি মডেল। সম্প্রতি সেই মডেল সিনেমায়ও নাম লিখিয়েছেন। তবে সেই প্রেম বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন সেই মডেল।

এরপর লামিয়া ফারহিন নামে এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান নাসির। বিত্তশালী পরিবারের মেয়ে ছিলেন ফারহিন। প্রেমের সম্পর্ক থেকে ২০১৮ সালের ১৮ জুলাই তাকে বিয়ে করেন নাসির। ২০২০ সালের ডিসেম্বরে এই সংসারেও আসে একটি কন্যাসন্তান।

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার চলাকালীন নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয়। যা নিয়ে তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। তারই জেরে গত বছরের অক্টোবরে বিচ্ছেদ হয়ে যায় ফারহিন ও নাসিরের।

সেই বিচ্ছেদের কয়েক মাস না যেতেই তিন নম্বর স্ত্রী হয়ে নাসিরের গলায় ঝুলে পড়েন অভিনেত্রী চমক। সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বামী তিনি প্রশংসায়ও ভাসান। বলেন, নাসির নাকি তাকে রানির মতো করে রেখেছেন।

এদিকে, চমক এর আগে ২০১৪ সালের নভেম্বরে একবার বিয়ে করেছিলেন। সেই স্বামীর নাম খান এইচ কবির। সে সময় তাদের কয়েকটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। যদিও চমকের দাবি— ছবির ছেলেটি তার স্বামী নয় প্রেমিক। ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েন তিনি।

১০ বছরের মাথায় ৯ টাকা দেনমোহরে বিয়ে করে ফের একবার সমালোচনার মুখে চমক। গত ২১ জুন ঢাকার একটি মাদ্রাসায় গিয়ে তিনি নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অভিনেত্রীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী। গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।

(ঢাকাটাইমস/০৩জুলাই/এলএম/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা