অভিষেক সিনেমাতেই তারা জেতেন বড় পুরস্কার! আর এখন…

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ০৮:৫৫| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:৫৭
অ- অ+

সালমান শাহ, মান্না, মৌসুমী, শাবনূর, রিয়াজ, পূর্ণিমা ও শাকিব খান- নব্বইয়ের দশক থেকে এরাই দাপিয়ে বেড়িয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র জগৎ। কামিয়েছেন অর্থ, যশ, খ্যাতি। কিন্তু এই তারকাদের কেউই তাদের অভিষেক সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ বা কোনো পুরস্কার জিততে পারেননি।

তবে কি অভিষেকে আর কেউ জেতেনি পুরস্কার? অবশ্যই জিতেছে। চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা চলচ্চিত্রে তাদের অভিষেকেই হয়েছেন পুরস্কৃত। তারা কমবেশি আলোচিতও। তাদের সবাই নারী, একজন কেবল পুরুষ। যদিও শুরুটা রাঙানো হলেও তাদের ক্যারিয়ারের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়। কারও কারও তো নাজুক।

চলুন তবে দেরি না করে চিনে নিই সেই তারকাদের, যারা অভিষেকেই ঝুলিতে পুরেছেন বড় সব পুরস্কার। কিন্তু বর্তমানে খারাপ সময় পার করছেন।

‘ম্যাডাম ফুলি’ খ্যাত সিমলা

১৯৯৯ সালে স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনের ‘ম্যাডাম ফুলি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন সিমলা। এই সিনেমায় ‘সিমলা’ এবং ‘ফুলি- একসঙ্গে দুটি চরিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনিই প্রথম অভিনেত্রী যিনি অভিষেকেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ লাভ করেন।

সেই সিমলা এখন চলচ্চিত্র থেকে অনেকটাই দূরে। গত কয়েক বছরে মুক্তি পায়নি তার কোনো সিনেমা। তাকে নিয়ে নেই কোনো আলোচনা। উল্টো কয়েক বছর আগে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি সিনেমায় খুবই অল্প বয়সি এক অভিনেতার সঙ্গে আপত্তিকর দৃশ্যে অভিনয় করে হন ব্যাপক সমালোচিত। যদিও সেই সিনেমা সেন্সরে আটকে যায়, মুক্তি পায়নি আজও।

কাজী মারুফ

২০০২ সালে পরিচালক বাবা কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে এসেছিলেন কাজী মারুফ। প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জিতে নিয়েছিলেন ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। পুরুষ তারকাদের মধ্যে কাজী মারুফই একমাত্র অভিনেতা, যিনি অভিষেকেই এত বড় একটি সম্মাননা পেয়েছিলেন। পরবর্তীতে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও তেমন সাফল্য পাননি।

সেই মারুফ বহু বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বহু দিন পর গত রোজার ঈদে তার অভিনীত একটি সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিলেও সাড়া ফেলতে ব্যর্থ হয়। ফলে তিনিও নেই আলোচনায়।

জাকিয়া বারী মম

২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এই অভিনেত্রী। পরের বছর তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মধ্য দিয়ে পা রাখেন চলচ্চিত্রে। প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পান মম। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আর সাড়া ফেলতে পারেননি মম। বর্তমানে তিনি সিনেমা জগতের বাইরে। তবে ছোটপর্দায় কাজ করেন মাঝেমধ্যে। কিন্তু সেভাবে আলোচনায় নেই কোনো পর্দাতেই।

বিদ্যা সিনহা মিম

মমর মতো ২০০৭ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন বিদ্যা সিনহা মিমও। একই বছর হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক। সেখানে অসাধারণ অভিনয়ের জন্য সমালোচকদের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘মেরিল প্রথম আলো’ পুরস্কার পান মিম।

পরবর্তীতে ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে যৌথভাবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ও জিতেছেন। ২০২২২ সালে এই নায়িকা ঝড় তুলেছিলেন ‘পরাণ’ নামে একটি সিনেমা দিয়ে। কিন্তু গত দুই বছর তিনি নেই আলোচনায়। তেমন কোনো সিনেমায়ও তাকে দেখা যাচ্ছে না।

নুসরাত ফারিয়া

মডেলিং, বিজ্ঞাপনে গ্লামারাস উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে বহু আগে থেকেই পরিচিত নুসরাত ফারিয়া। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। সে সিনেমার নায়ক ছিলেন কলকাতার অঙ্কুশ হাজরা। অভিষেকে শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী হিসেবে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ জেতেন ফারিয়া।

পরবর্তীতে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও তেমন কোনো পুরস্কার হাতে ওঠেনি এই নায়িকার। এছাড়া বর্তমানে তেমন কোনো সিনেমার কাজও নেই ফারিয়ার। বরং তিনি ব্যস্ত থাকেন তার ডান্স দল নিয়ে। শো করেন বিভিন্ন অনুষ্ঠানে। কিন্তু আলোচনা-সমালোচনা থেকে অনেকটাই দূরে।

শবনম বুবলী

এই সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী। সাবেক এই সংবাদ পাঠিকা ২০১৬ সালে ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আসেন। শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী হিসেবে ‘মেরিল প্রথম আলো পুরস্কার’ও জিতে নেন। পরবর্তীতে বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন সময়ের ব্যস্ত এই নায়িকা।

তবে বর্তমানে বুবলীর ক্যারিয়ার নাজুক। গত কোরবানির ঈদে তার অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি ফ্লপ হওয়ার পর একাধিক সিনেমা থেকে বুবলীর বাদ পড়ার খবর প্রকাশ হয়েছে। তাকে নিয়ে আগ্রহ হারাচ্ছেন পরিচালক-প্রযোজকরা। আবার প্রাক্তন স্বামী শাকিব খান ইস্যুতেও সারা বছর থাকেন সমালোচনার কেন্দ্রে। তাই বুবলীর ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে চিন্তিত তার ভক্তরা।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
মনোহরদীতে এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান, নলকূপ ও খাদ্যসামগ্রী বিতরণ
নির্বাচন নিয়ে কোনো তালবাহানা জনগণ মানবে না: টুকু
‘আত্মরক্ষায়’ ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা