সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু

​​​​​​​সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১৮:৩৭
অ- অ+

ফরিদপুরের সদরপুরে শর্ট সার্কিট সংক্রান্ত বিদ্যুৎস্পৃষ্টে খলিল হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঘাটে খলিল হাওলাদারের নিজস্ব খাবার হোটেলে দুর্ঘটনা ঘটে। সময় খলিলের স্ত্রী শান্তি বেগমও (৫০) আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত খলিল হাওলাদারকে উদ্ধার করে স্থানীয়রা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ বর্তমানে সদরপুর থানা হেফাজতে আছে। ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দিবে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নিহতের চাচাতো ভাই লোকমান হাওলাদার।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেন তিনি বলেন, আমি সদরপুরের বাইরে আছি।

জানতে চাইলে থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, থানা হেফাজতে থাকা নিহতের লাশ যথাযথ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোনো কালক্ষেপণ করা হচ্ছে না।

(ঢাকাটাইমস/১০জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা