ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের পেটালেন উরুগুয়ের ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৪, ১১:১১
অ- অ+

এবারের কোপা আমেরিকায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও উরুগুয়ে। দুই দলই এবারের কোপায় দুর্দান্ত খেলে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তাই আগে থেকেই অনুমেয় ছিল ম্যাচটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর হয়েছেও তাই। দুই দলের সেমিফাইনাল লড়াইয়ে মাঠের খেলাতেও যেমন উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও তেমন উত্তাপ ছড়ালো। মাঠের খেলায় লাল কার্ড, ফাউল, মারামারি, হলুদ কার্ড, গোল কী ছিল না এই ম্যাচে।

শেষ পর্যন্ত উরুগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে পা রাখে কলম্বিয়া। ম্যাচ হেরে নিজেদের মেজাজ ধরে রাখতে পারেননি উরুগুয়ের ফুটবলাররা। দর্শক সারিতে বসা কলম্বিয়ার দর্শকদের সঙ্গে মারামারিতে লিপ্ত হলেন তারা।

হাইভোল্টেজ এই ম্যাচে হারের পরেই মেজাজ হারিয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ে অধিনায়ক লুইস সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতেই কথা বলছিলেন দুজনে। এরপরেই গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনিয়েজ আর রোনাল্ড আরাউহোকে। সঙ্গে ছিলেন আরেক ডিফেন্ডার হোসে গিমেনেজ।

তবে পুরো ঘটনা চলাকালে কোনোপ্রকার নিরাপত্তাকর্মীকে গ্যালারিতে দেখা যায়নি। সংঘর্ষ বড় আকার ধারণ করলে সেখানে কয়েকজন প্রহরী এসে উরুগুয়ে ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। এর আগেই অবশ্য খেলোয়াড়দের সরিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। যদিও তাতে নুনিয়েজ-গিমেনেজদের ঠেকানো যায়নি।

জানা যায়, ম্যাচের পর উল্লাসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একইসঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করেন। বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ এবং আরাউহো। এতেই মূলত চটে যান তারা।

এদের মধ্যে নুনিয়েজকেই দেখা গিয়েছে আগ্রাসী ভূমিকায়। রোনাল্ড আরাউহোকে সেখানে দেখা গেলেও সংঘর্ষে জড়াননি তিনি। তবে এই ঘটনার পর বিপদে পড়তে পারেন উরুগুয়ের সকল ফুটবলার এবং ফুটবল ফেডারেশন।

ব্রডকাস্টিং চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গিমেনেজ পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, 'আমাদের পরিবারকে বের করে আনতেই হতো। সদ্যজাত বাচ্চারা ছিল ওখানে। কিন্তু কোনো পুলিশ নেই। আমি আশা করব তারা পরিবারগুলো, সমর্থক আর স্টেডিয়ামের আশপাশের নিরাপত্তায় আরও সতর্ক হবে।' কলম্বিয়ান সমর্থকদের প্রসঙ্গে এই ডিফেন্ডারের বক্তব্য, 'কীভাবে ব্যবহার করতে হয় সেটাই ওরা জানেনা। একেবারে বাচ্চাদের মতো আচরণ। ভদ্র আচরণ ছিল না তাদের। এটা বিপর্যস্ত অবস্থা।'

(ঢাকাটাইমস/১১ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
খুশি কম্পোজি-কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা