রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে ভাঙচুর-আগুন

​​​​​​​বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২১:৫৮| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:৪২
অ- অ+

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে পুলিশ এসে উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে উদ্ধার করে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনার পর থেকে উত্তাল রয়েছে বেরোবি ক্যাম্পাস। এই ঘটনা জানাজানি হলে পুরো ক্যাম্পাস দখলে নেয় শিক্ষার্থীরা। পরে তারা ভিসির বাসভবনে হামলা চালিয়ে ভিসির গাড়ি, প্রোভিসির গাড়ি, পুলিশের কাভার্ডভ্যানসহ পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

আন্দোলনকারী শিক্ষর্থীরা জানান, তারা রংপুর শহর হয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় শিক্ষার্থীরা আহত সাইদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেরোবির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে উপাচার্যের বাড়ির পাশে পাহারারত পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। এসময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে বিক্ষোভরত শিক্ষার্থীরা উপাচার্যের বাড়ির ভেতরে প্রবেশ করে ঘরে আগুন লাগিয়ে দেন। উপাচার্য তখনও বাড়ির ভেতরে অবস্থান করছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা