মাঝরাতে শিক্ষার্থীদের সঙ্গে ক্যারাম খেললেন ববি উপাচার্য

ববি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৪, ১১:৫৯| আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২:৩৫
অ- অ+

মাঝরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে ক্যারাম খেললেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া।

বুধবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে শিক্ষার্থীদের সঙ্গে ক্যারাম খেলেন তিনি। এর আগে বঙ্গবন্ধু হল পরিদর্শন করেন উপাচার্য।

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্রলীগ ও বহিরাগতদের হামলার শঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু হল ও শেরে বাংলা হলে আবাসিক শিক্ষার্থীদের ছোটাছুটি করতে দেখা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এক ফেসবুক পোস্টে ছাত্রলীগ হামলা করতে পারে এমন একটি বার্তা ছড়িয়ে পড়লে আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবাসিক শিক্ষার্থীরা জানান, আমরা শুনতে পেয়েছি বরিশাল মহানগর ছাত্রলীগ ও স্থানীয় ছাত্রলীগকে সঙ্গে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহযোগিতায় রাতে হামলা করতে পারে।

তাই শিক্ষার্থীদের আশ্বস্ত ও তাদের খোঁজখবর নিতে তাৎক্ষণিক ছুটে আসেন ববি উপাচার্য। এসময় শিক্ষার্থীদের সঙ্গে ক্যারাম খেলায় অংশ নেন। একইসঙ্গে উপস্থিত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এছাড়া শিক্ষার্থীদের উৎকণ্ঠা কাটাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ উপাচার্য নিজেও ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানান। পাশাপাশি শেরে বাংলা ও বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও হাউস টিউটরদেরকেও রাতে হলে থাকার নির্দেশনা দেন।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. তারেক মাহমুদ আবীর বলেন, আজকে রাতে কোনো ঝামেলা হবে না। হইলে আমি হলে আছি। আমার গায়ে আগে হামলা হবে তারপর তোমরা।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুঁইয়া শিক্ষার্থীদের ভীত-সন্ত্রস্ত না হওয়ার আহ্বান জানান।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা