গুজব ঠেকাতে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৩:০৩| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৩:৩৭
অ- অ+
ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে।

মূলত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ও বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে মোবাইল ইন্টারনেটে ধীরগতির কথা জানিয়েছেন ব্যবহারকারীরা। বুধবার ফোরজি ও থ্রি জি পাওয়া গেলেও বৃহস্পতিবার ইন্টারনেটের গতি নেমে এসেছে টুজিতে।

বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদমাধ্যমকে প্রতিমন্ত্রী পলক জানিয়েছেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বার্থান্বেষী মহলের নানা গুজব আর অস্থিতিশীল পরিস্থিতির জন্য সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর জন্য পূর্বে কোনো ঘোষণা দেয়া হয়নি, পরিস্থিতি বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে বুধবার থেকে হঠাৎ করেই মোবাইল ইন্টারনেটের গতি কমে যাওয়া ও ঠিকমতো ইন্টারনেটের গতি না পাওয়ার অভিযোগ করেন গ্রাহকরা। ফেসবুক, ম্যাসেঞ্জারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে পারেননি অনেকেই। বৃহস্পতিবার দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার তথ্য দিয়েছেন ব্যবহারকারীরা।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এএইচ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইবিতে অনশন কুয়েটের শিক্ষার্থীদের দাবির সমর্থনে
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দিল হল
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
র‌্যাবের নতুন মুখপাত্র উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা