বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৪ দিন পর আমদানি-রপ্তানি শুরু
কারফিউ জারির কারণে ৪ দিন বন্ধের পর পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে বন্দরের কার্যক্রম চালু হয়। তবে স্বাভাবিক রয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন। তিনি বলেন, শনিবার (২০ জুলাই) থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। মঙ্গলবার বিকাল থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। তবে আগে থেকেই পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, চার দিন বন্ধের পর মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় আমদানি-রপ্তানি শুরু হয়। বিকাল ৫টা পর্যন্ত ১৫টি ট্রাক প্রবেশ করেছে। এ ছাড়া প্রায় সাড়ে ৪০০ ট্রাক বাংলাদেশে আসার অপেক্ষায় রয়েছে।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) অমৃত অধিকারী জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম চালু হয়েছে। তবে আগে থেকেই এ চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
(ঢাকা টাইমস/২৪জুলাই/এসএ)