মোহাম্মদপুরে আ.লীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরে কামাল আহমেদ (৩৮) নামে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে কাটাসুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর কামাল আহমেদকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।
তিনি বলেন, ‘কামাল আহমেদ ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। তার মরদেহ পঙ্গু হাসপাতাল থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’
ওসি দীপক চন্দ্র সাহা আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের ধরতে ইতোমধ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি দ্রুতই হত্যাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’
(ঢাকাটাইমস/৩০জুলাই/এজে)