শপথ নিলেন হাইকোর্টের ৯ বিচারপতি
স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্টের অতিরিক্ত ৯ বিচারপতি।
মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা।
শপথ নেওয়া ৯ বিচারপতি হলেন— বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।
এর আগে মঙ্গলবার সকালে দুই বছর আগে নিয়োগ পাওয়া হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ৯ বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে অতিরিক্ত বিচারপতি আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনকে স্থায়ী করা হয়নি। তাদের আরও ৬ মাস অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এসএম মনির, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মুঞ্জুরুল হক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এমআর)