পিরোজপুরে শয়ন কক্ষে মিলল কৃষকের হাত-পা বাঁধা মরদেহ 

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১২:১০
অ- অ+

পিরোজপুরের সদর উপজেলায় নিজ শয়ন কক্ষ থেকে তপন কুমার হালদার (৫৬) নামে এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী।

নিহত তপন হালদার পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হাওলাদার বলেন, কৃষক তপনের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। স্ত্রী বরিশালে বেড়াতে গিয়েছিলেন। ফলে এদিন কৃষক তপন একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কৃষক তপনের কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা