পিরোজপুরে শয়ন কক্ষে মিলল কৃষকের হাত-পা বাঁধা মরদেহ 

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২৪, ১২:১০

পিরোজপুরের সদর উপজেলায় নিজ শয়ন কক্ষ থেকে তপন কুমার হালদার (৫৬) নামে এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার আলী।

নিহত তপন হালদার পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মৃত সতীন্দ্রনাথ হালদারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ইউপি সদস্য উজ্জ্বল হাওলাদার বলেন, কৃষক তপনের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সাতক্ষীরায় চাকরি করে এবং মেয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত। স্ত্রী বরিশালে বেড়াতে গিয়েছিলেন। ফলে এদিন কৃষক তপন একাই বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কৃষক তপনের কোনো খোঁজ না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জুলফিকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে। ঘর থেকে মূল্যবান কোনো কিছু খোয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

(ঢাকা টাইমস/০২আগস্ট/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

বগুড়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জয়পুরহাটে লুট হওয়া বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার

মানিকগঞ্জে তৃতীয় শ্রেণির কর্মচারীর ১০ কোটি টাকার বাগানবাড়ি!

কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেপ্তার

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো সাইফুলের বিরুদ্ধে কমিশন বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে প্রয়াত এমপি বাদলের কবরে ভাঙচুর, অগ্নিসংযোগ

চট্টগ্রামে আন্দোলনে গুলিবর্ষণকারী ‘সন্ত্রাসী মিজান’ গ্রেপ্তার

ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার সঞ্জিতের বাড়ি ভারতে নয় গোপালগঞ্জে

নারী বন্ধু নিয়ে ঘুরতে বের হন যুবক, চাঁদাবাজদের খপ্পড়ে পড়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ২

সজীবের নেতৃত্বে নয়াপল্টনের সমাবেশে পাঁচ হাজারের বেশি নেতাকর্মী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :