যে আক্ষেপ সারা জীবনই থাকবে নুসরাত ফারিয়ার

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৪:৫১
অ- অ+

মডেলিং ও উপস্থাপনা থেকে এসেছিলেন বড়পর্দায়। ২০১৫ সালের বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমাটি দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রথম সিনেমাই ব্যবসাসফল।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত ৯ বছরে বাংলাদেশ-কলকাতা মিলিয়ে বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন ফারিয়া। পাশাপাশি গান গেয়েও কামিয়েছেন সুনাম। ফিল্ম সমালোচকদের মতে, নুসরাত ফারিয়া তার ফিল্মি ক্যারিয়ারে সফলদের একজন।

কিন্তু ক্যারিয়ারের এত খ্যাতির মধ্যেও একটি আক্ষেপ এখনো পোড়ায় এই অভিনেত্রীকে। বাংলা চলচ্চিত্রের প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহের সঙ্গে অভিনয়ের ইচ্ছা ছিল ফারিয়ার। কিন্তু তার এই ইচ্ছা কোনো দিনও পূরণ হবে না।

কারণটা সবারই জানা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে গেছেন অমর নায়ক সালমান শাহ। নুসরাত ফারিয়ার বয়স তখন মাত্র তিন বছর। একটি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে এই আক্ষেপের কথা জানান নায়িকা।

ফারিয়া বলেন, ‘ছোটবেলায় সালমান শাহর সিনেমা দেখে বড় হয়েছি। তখন ভাবতাম, তিনি বোধহয় বেঁচে আছেন। বড় হয়ে তার সঙ্গে অভিনয় করব। কিন্তু বুঝতে শিখে জানলাম তিনি নেই। তাই তার সঙ্গে অভিনয়ের ইচ্ছাও কোনো দিন পূরণ হবে না। এই আক্ষেপ আমার সারা জীবনই থাকবে।’

অনুষ্ঠানে ফারিয়াকে প্রশ্ন করা হয়, কোন আক্ষেপ এখনো পোড়ায়? তার উত্তর দিতে গিয়েই সালমান শাহর প্রসঙ্গ টেনে আনেন নায়িকা।

সালমান শাহর সঙ্গে অভিনয়ের ইচ্ছা তো পূরণ হবে না, তবে সুযোগ পেলে তিনি বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের নায়িকা হতে চান বলেও অনুষ্ঠানে জানান ফারিয়া। জীবনের এমন আরও অনেক কিছুই শেয়ার করেন ‘আশিকী’ খ্যাত এই অভিনেত্রী।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুজনের মৃত্যু
কিউইদের বিপক্ষে ‘এ’ দলের সহজ জয়
বঙ্গবন্ধু পরিষদের নেতার কাছে চাঁদা দাবি: কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার
হারিয়ে যাওয়া ২১টি মোবাইল প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো গেন্ডারিয়া থানা পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা