শহীদ মিনারে তিল ধারণের ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৮:৩৫
অ- অ+

শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, এমনকি রিকশাচালক সবার অংশগ্রহণে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তিন ধারনেরও ঠাঁই নেই গোটা এলাকায়।

সরকার পতনের এক দফা দাবিতে হাজার হাজার মানুষের ভিড়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সমাবেশ ছড়িয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, দোয়েল চত্বর, ঢাবির জগন্নাথ হলসহ অন্যান্য রাস্তায়।

‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর;’ প্রভৃতি স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকা।

নাহিদ-তাসনিম দম্পতি তাদের তিন বছরের কন্যাকে নিয়ে হাজির হয়েছেন বিক্ষোভে

ছাত্র-জনতার এই মিছিলে বাবা-মার হাত ধরে অবুঝ শিশুর অংশগ্রহণ আন্দোলনকারীদের উৎসাহে বাড়তি মাত্রা যোগ করেছে। নিস্পাপ সন্তান কোলে নিয়ে আন্দোলনকারীদের সমর্থনে অভিভাবকদের ঝাঝালো স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজধানীর রাজপথ। এ যেন অধিকার আদায়ের মরণপণ লড়াই। শিক্ষার্থীরা যেমন সহপাঠী ভাই বোনদের রক্তের ঝণ পরিশোধে এগিয়ে এসেছে, ঠিক তেমনি এক বুক হাহাকার নিয়ে আন্দোলনকারী সংহতি প্রকাশ করতে অনুপ্রেরণা ও সাহস যোগাতে ঘরে বসে থাকেননি শিক্ষার্থীদের বাবা-মায়েরা। স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলছেন শহীদ মিনার প্রাঙ্গন।

শনিবার দুপুর দুইটার পর থেকেই আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতে থাকেন। দুপুর আড়াইটার পর বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতাকে নিজেদের করে রাখতে নির্বাচনকে পেছানোর পাঁয়তারা করছে একটি দল: নীরব
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা