মিরপুর গোলচত্বরে আওয়ামী লীগের অবস্থান
মিরপুর-১০ নম্বর গোল চত্বরে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। তারা আওয়ামী লীগ ও সরকারের পক্ষে নানা শ্লোগান দিচ্ছে।
এদিকে আজ সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় কোনো পুলিশ দেখা যায়নি। কোনো ট্রাফিক পুলিশও নেই ওই এলাকায়। এতে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত কোটা আন্দোলনকারী কাউকে দেখা যায়নি মিরপুর ১০ গোল চত্বরে এলাকায়।
(ঢাকাটাইমস/৪আগস্ট/এলএম/এফএ)